খনিজ সম্পদে ভরপুর সিলেট জেলা। এ জেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে মুল্যবান খনিজ সম্পদ। খনিজ সম্পদের তথ্য।
প্রধান প্রধান খনিজ সম্পদঃ
১। প্রাকৃতিক গ্যাস( হরিপুর গ্যাস ক্ষেত্র, কৈলাশটিলা গ্যাস ক্ষেত্র, সিলেট গ্যাস ক্ষেত্র, সেভরন গ্যাস ক্ষেত্র)
বাংলাদেশের মোট গ্যাসের উল্লেখযোগ্য অংশ সিলেটে মুজুদ আছে।
২। অপরিশোধিত তেলঃ প্রাকৃতিক গ্যাসের সাথে গ্যাস কুপ হতে খনিজ তেল আহরন করা হয়। তেল সম্পদের মধ্যে আছে- ডিজেল, পেট্রোল ও অকটেন।
৩। পাথর
৪। চুনাপাথর
ক্রমিক নং | গ্যাস ক্ষেত্রের নাম | উত্তোলনযোগ্য মজুদ (২০০৮) একক: বিলিয়ন কিউবিক ঘনফুট | উত্তোলন ডিসেম্বর ২০০৮ একক: বিলিয়ন কিউবিক ঘনফুট | বর্তমান মজুদ একক: বিলিয়ন কিউবিক ঘনফুট |
---|---|---|---|---|
০১. | কৈলাশটিলা গ্যাস ফিল্ড | 1903.30 | 463.75 | 1439.55 |
০২. | রশিদপুর গ্যাস ফিল্ড | 1401.20 | 439.45 | 961.75 |
০৩. | হরিপুর গ্যাস ফিল্ড | 478.70 | 188.34 | 290.36 |
০৪. | বিয়ানীবাজারগ্যাস ফিল্ড | 170.20 | 54.59 | 115.61 |
০৫. | ছাতক গ্যাস ফিল্ড | 474.00 | 26.46 | 447.437 |
০৬. | জালালাবাদ গ্যাস ফিল্ড(শেভরন) | 836.50 | 481.46 | 355.04 |